তোমাদের এ আজব শহর;
যেখানেই যাই ব্যথা পাই শুধু;
ব্যথা দিয়ে গড়া
আগা থেকে গোড়া;
এ যেন এক ব্যথা-বালুচর।
তোমাদের এ আজব শহর
নিঃশ্বাস নিতে কষ্ট শুধুই,
পথ চলি একা আমি অসহায়।
তবু চলতেই হবে হয়ে নিরুপায়;
যেন লোহার শিকলে বন্দী দুপায়।
তোমাদের এ আজব শহর,
বেহিসাবি ক্ষণ করছে গমন;
বলছে না সে ক্ষণ কখনো আমায়
থামবে কোথায়, কোন ঠিকানায়?
দুপুরের রোদে ক্লান্ত হৃদয়
এ শহর নিয়ে শুধু ভেবে যায়;
তবু ভাবেনা শহর আমায় নিয়ে
আমি যেন তার কেউ নয়।
রচনাঃ ৯/০৭/১৪ (ভ্রমন পথে)