যখনই আমার ক্লান্ত হৃদয় বটোছায়া নাহি পায়;
তখনই আমার তা-ই মনে হয়, “কেউ বুঝি কারো নয় ।’’
অসহায় হয়ে কবিতাগুলি নীরবে বসে রয় ;
তখনই আমার তা-ই মনে হয়, “কেউ বুঝি কারো নয় ।’’
মেঘগুলি সব বীনাবরষায় যখনই উড়ে যায়;
তখনই আমার তা-ই মনে হয়, “কেউ বুঝি কারো নয় ।’’
আমার ঘরের সুখের প্রদীপ যখনই নিভে যায়;
তখনই আমার তা-ই মনে হয়, “কেউ বুঝি কারো নয় ।’’
সীমাহীন এক আঁধারের বনে যখনই হাঁটতে হয়;
তখনই আমার তা-ই মনে হয়, “কেউ বুঝি কারো নয় । ’’
কেন যেন আজ সব ঘরগুলি মনে হয় বড় পর,
যেন মনে হয় অভিমান করে নিয়ে নেই অবসর।
কে যে আপন, কে যে পর; ভেবে যাই দিনভর,
কেন যেন আজ যেদিকে তাকাই দেখি শুধু বালুচর।