কবিতা, আমায় ক্ষমা করিস
আজ তোকে বিদায় জানাতে হবে ,
নতুন ব্যথার কাব্য ঢেউ খেলছে
বুকের নদীর ডান প্রান্ত থেকে।
জীবন আমায় চালিয়ে নিচ্ছে
অজানা এক দুর-গন্তব্যে।
সে যে দাঁড়িয়েছে বাঁধা হয়ে
তোর আর আমার মাঝে।
কবিতা , আমায় তুই ক্ষমা করিস
আমি পারবোনা যে ও বাঁধা ভাঙতে ।
জীবনটা বড়ই নিষ্ঠুররে !!!
ও যে দুঃখ বোঝেনা, বোঝেনা আবেগ।
কবিতা, আমায় ক্ষমা করিস
আমি পারবোনা কাছে থাকতে।
“ভালোলাগা –ভালোবাসা”
এসবের কিই বা মূল্য আছে!!
চলন্ত -পাথর জীবনের কাছে।
সারাটা জীবন হাঁটতে চেয়েছি
আমি তোর হাতেই হাত রেখে।
কবিতা, আমায় ক্ষমা করিস
পারলাম না কথা রাখতে।
কবিতা , আমায় তুই ক্ষমা করিস
আমি নিরুপায়, আমি তোর অযোগ্য কবি------
আরিফুর রহমান
(গদ্য, পদ্য দুটাই মনে হতে পারে। ক্ষমা করবেন যা মনে আসলো তাই লিখলাম। সবাই ভালো থাকবেন।)