সতত সিপাহী সবই সারা সংসারে,
সক্ষম সাতারে সাগর-সমর-স্রোতে ।
সবল সলীলে সে সারক্ষন সফরে,
সাহসেরই সাথে সে সত্তা সীমানাতে ।
সুসঙ্গত সংশ্রয়ে সংগ্রহে সে সত্যরে,
সংযত সংযমী সংসারের সরণীতে।
সংবেদে সক্ষম সমূলে সর্প সংহারে,
সরায় সুদুরে সে সবই স্যাঁতসেঁতে।
সুন্দর সুবাসে সে, সর্বে স্মরণেতে সে,
সজীব সারাকালে, সমবেত সবুজে;
সপ্তসুরেতে সে সুমধুর সাথে সাথে।
সয়েছিল সন্তাপ সীমাহীন সাহসে,
সবই সেই সন্তাপ সুবাসিত সাজে
সন্ধ্যায়ও সুদীপ্ত, সুবর্ণ সারাপথে।