আমি সাম্যবাদী সৃষ্টি, আমি ছদ্মবেশী,
কোন এক কবির সপ্নের কাব্য আমি।
স্বপ্ন-সিঁড়ি পাড় হয়ে আমি অবিনাশী;
পৃথিবী তোমার চোখের সামনে আমি।
হিংসাগুলি দিচ্ছে হাসি, ও যে সর্বনাশী,
আমি সে হিংসা বিনাশী স্বর্ণালী আগামী।
আমি পাপগ্রাসী,আমি আঁধার বিনাশী;
আমি তারি সৃষ্টি,সে সবারি অন্তর্যামী ।
ফুটবো বাগানে ফুলের মধুর হাসি,
আর নয় দলাদলি , মিছে হানাহানি,
একটি পরিচয়; সে যে মানব জাতি।
এস একই পতাকার ছায়াতে আসি,
এস এক সাথে আজি সুখ কিনে আনি,
এস এক সাথে জ্বালাই সুখের বাতি।
(রচনাঃ ২৩/৬/১৩, সকাল ১০.৫৭)