কখনওকি দেখেছ আগুনে পোড়া
কালো আর কালো
চোখ কাপানো কয়লা !
নিষ্ঠুর আগুন জ্বালিয়ে পুড়িয়ে
জীবনকে ছুঁড়ে, দিয়েছে হারিয়ে ।
হাত বাড়িয়ে গহিন চোখে
জল ঝড়িয়ে, গড়িয়ে গড়িয়ে
রাস্তায় মাড়িয়ে
শান্ত হয়, শান্ত হয় তবে ।
পাখীরা আতংকে জমেছে ছাদে ;
বীভৎস দৃশ্যে তারাও যায় জমে ।
পাখীর চোখেও কান্না ঝড়ে ;
সুখ-চক্ষু নিয়ে ,
চিরসুখী দ্যাখ
মরুভূমি হয়ে ।
যাদের গড়া পোশাক পড়ে
দম্ভে দম্ভে উঠেছে মেতে;
পুড়েছে তারা, কয়লা হয়েছে
ময়লা জমেছে বিবেকের গায়ে ।
বাতাস ভার হয়ে রাস্তায় পড়েছে ;
আকাশের চোখেও লজ্জা লেগেছে ।
কারা যেন দ্যাখ নির্লজ্জ হয়ে
বাতাসের চেয়েও হালকা হয়ে
অন্তহীন সুখে, বাথাহীন মনে
গানে গানে ,
সুরে সুরে
উড়ছে আকাশে ।
ওরা সুখী হতে চেয়ে হাজারো কষ্টে ।
ওরা ঘাম দিয়ে যায় প্রতি ক্ষনে ক্ষনে ।
ওরা দিন-রাত থাকে অভাবের বুকে ;
স্বপ্ন ওদের মাটিতে লুটিয়ে ।
দাঁড়াও মানবতা দাঁড়াও পাশে
বাতাস যাদের গরম শ্বাসে;
যারা কিছুই পায়না নিতে,
কান্না মিশিয়ে দিয়ে যায় শুধু
দিয়ে যায় শ্রম.. দুহাতে পেতে ।