চল যাই
দূর হারিয়ে
সুর দিয়ে আজ
নতুনের পানে ।
যেখানে স্বপ্নগুলো
খুঁজে পায়
বাঁচার মানে ।
যেখানে আশাগুলো
ভাষা হয়ে
আসে জয়গানে ।
যেখানে দলীয়রা
দলাদলি ভুলে
কোলাকুলি করে ।
যেখানে কান্নাগুলো
হাসি হয়ে
বাগানে ফোটে ।
যেখানে রাত্রিটাও
দিনের সাথে
আপোষে হারে ।
যেখানে কাঁটাগুলো
ফুলের থেকে
পরে যায় ঝড়ে ।
চল যাই
দূর হারিয়ে
সুর দিয়ে আজ
নতুনের পানে ।
যেখানে মিথ্যাবাদী
হঠাৎ জাগে
“সত্য” শ্লোগানে ।
যেখানে ক্লান্ত পথিক
শান্ত হয়ে
বাতাসে ভাসে ।
যেখান ভিখারিরা
থালা ছেড়ে
হাতুড়ি ধরে ।
যেখানে বিরোধীদল
বিরোধ ভুলে
আপোষে আসে ।
যেখানে সরকারি দল
দরকারিটা
সংসদে মানে ।
যেখানে শত্রুরা
সব মিত্র হয়ে
জড়িয়ে ধরে ।
চল যাই
দূর হারিয়ে
সুর দিয়ে আজ
নতুনের পানে ।
চল যাই
দূর হারিয়ে
সুর দিয়ে আজ
নতুনের পানে ।