মুঠো মুঠো স্বপ্ন
আলমারিতে তালাবদ্ধ,
আর জীবন চালাতে
ছোটে ঘাম l
সস্তা সে ঘাম,
খুবই কম দাম l
দরজার আড়ালে
চেপে রাখা কষ্ট,
দরজার বাহিরে
দু-তিন ফোটা হাসি l
যেহেতু সে ভুবনে
হয়েছে ভুমিষ্ট,
পথ চলতে হবে
বলতে হবে
"আমি ভালো আছি I"
কারণ সে পৃথিবীর
নাট্যমঞ্চে উপবিষ্ট,
এ জীবন বয়ে চলা
সে এক মধ্যবিত্ত l