একদিন শাঁখে উঠিবে পুষ্প যে ফুটি
সকলি তারে করিল আদরে আবেদি
পুলকে মনোরথ হইত অভ্রভেদী,
ক্ষণকালে কেহ করিত না তারি ত্রুটি
করিতে সিদ্ধ দিয়াছে তারে শ্রেষ্ঠ উদি।
আকাশের পানে চাহিয়া ছাড়িল মাটি
একদিন দিবে যে হায় পরিপূর্ণ খাঁটি,
সকলি রহিল যে অপলক বিভোরে।
একদা অলি বসিয়া গায় কাড়িল সম্ভ্রম,
চূর্ণে চূর্ণে ঢাকিল মম
হায় পুষ্প সকলেরি সাধের
হয়ে রইল অস্ফুট ।