দেশের হিতে ছদ্মবেশে
রয়েছে বসে কিসের আশে!
মফতে যদি পকেটে আসে ,
মন্দ কিবা  হয়  আসিবিসে  !

ভুতের মাসি পেত্নী পিসি ,
সেজে গুজে মারছে  ঘুঁষি !
যুগনী বুড়ি হয়েছে থুথুড়ী ,
যাবে এইবার গয়া কাশি  !

গোমুয়া রানী ধৈর্য মানি ,
শেওড়া গাছে বসে শাঁকচুন্নি !
নাকি সুরে বললে সব জানি ,
শেওড়া গাছ আমার ঘরখানি !

দেশের জন্য দেশের তরে ,
মরিয়া হয়েছে সে যে রে !
কিসের তরে  থাকে ওরে ,
যাবেই সে মরনের পারে !

যুদ্ধে জয়ী হতেই পারে ,
যুঝতে হবে দেশের তরে !
নইলে ফেলবে গলাটিপে মেরে,
অকালে পাবে অক্কা যে রে !

     ************
সন্ধ্যা - ৫ : ৩৭ মিনিট !
২১ /০৭ /২৪ রবিবার !
কোলকাতা !