মানুষ মানুষত্ব হারিয়ে সব ভুলে যায় ,
জননী জন্মভূমিকে ভুলে পরবাসী হয় ।
মানুষ্য হৃদয় অমানুষের চারন ক্ষেত্রভূমি ,
পশুত্ব মাথা চাড়া দিয়ে উঠে চেনেনা জমি ।

অস্তিত্বর প্রাচীর ভগ্ন নগ্ন দশার সম হয় হায় ,
মনুষত্বহীন হৃদয় খুন রক্তাক্ত হয়ে ধুলায় লুটায় ।
জন্মভূমির মাটির 'পরে জন্মে তাকেই ভুলে যায় ,
নিজের সুখ স্বার্থ লাগি জন্মদাত্রী
জননীকেও ভুলে হায় !

মনুষ্যত্ব অস্তিত্ব আজ জীর্ণ শীর্ন  রুগ্ন দশা প্রায় ,
মনের মনিকোঠায় দালান বাড়ি ভগ্ন দশার ন্যায় ।
অতীতের অন্তিম গৌরব ধুলিপরে গড়াগড়ি যায় ,
সৎ ও সত্যের সব অহংকার বুঝি লোপাট প্রায়   ।

ন্যায় ধর্ম সত্য ভালোবাসা হাহাকার করে পথে ঘুরে ,
অধর্ম অন্যায় বিদ্বেষ ছোবল মারে আজ প্রতি ঘরে ঘরে ।
বিনয় বিবেক শ্রদ্ধার আঁচড় নাই মানুষের হৃদয় অন্তরে ,
বিপদে পড়লে আসেনা পাশে দেখে মজা উপভোগ করে ।

সৎ পথে ব্যয় শুধু অপব্যয় অসৎপথে ব্যয় পুন্য কর্ম হয় ,
ধ্বংসের পথে এগিয়ে সদাই সৃষ্টির পথে তারা বাধা পায় ।
মরন যজ্ঞে হয়ে আগুয়ান থাকেনা   কোন   বাঁচা বাড়ার ভয় ,
মানুষের কি এই অবদান সৃষ্টিকে ধ্বংস মৃত্যুকে করে জয়  ।

                 **************
দুপুর -  ৩ : ৪০ মিনিট ।
০৬ / ১১ / ২৪ বুধবার ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর ।