একদিনে চলে যাবো অজানা একা পথে   ,
মিলে মিশে একাকার হয়ে যাব নীলদিগন্তে  ।
দিগন্তে দিতে হবে পাড়ি অচেনা পথিক সাথে  ,
বাধা দিতে পারবেনা কেউ চে যাবো সেই পথে  ।

পেছনে থাকবে পড়ে চিরচেনা  ধরিত্রী জননী   ,
চলে যাব সেই পথে কোন আগলে না মানি   ।
সকল মোহ মায়া বন্ধন ছিঁড়ে চলে যাবো জানি  ,
মিলে মিশে একাকার হয়ে যাবে কোথায় দেহখানি  ।

কোথায় রবে বাড়ি ঘর কোথায় রবে স্বজন পরিজন  ,
কালের ডাক আসবে যখন চলে যেতে হবেই তখন   ।
মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কন্যা পুত্রগন    ,
সব ছেড়ে যেতে হবে মহাকলের ডাক আসবে যখন    ।

স্নেহ মায়া বন্ধন স্ব ছিঁড়ে যেতে হবে নাফেরার দেশে  ,
শত চেষ্টা ব্যর্থ হবে কোনদিনও আর আসবেনা সে  ।
আদরে ভালোবেসে রাখ যদি কাছে থাকবেনা শেষে  ,
ভুলে যাবে সবকিছু চিনবে না ভাববে না  অবশেষে  ।

যাবার সময় হবে যখন শুনবেনা কোন বাধাই তখন  ,
চলে যাবে  অচিনপুরে  অজানায় যে যতই করুক ক্রন্দন  ।
শুনবেনা ক্রন্দন মানবেনা বন্ধন ভুলে যাবে পুত্র কন্যা স্বজন ,
সবভুলে হাসিমুখে চলে যাবে অচেনা অজানা দেশে নিজ ভবন ।

                             ********************
বিকাল - ৪ : ২১ মিনিট ।
২৮/০২/২৫ শুক্রবার   ।
রবীন্দ্রনগর  =  মেদিনীপুর  ।