এই মাটিতেই জন্ম মোদের এই মায়েরই সন্তান মোরা ভাই ,
এই দেশের জল বায়ুতে বেঁচে আছি মোরা এই দেশেরই খাই ।
এই দেশেতেই জন্ম মোদের একই ধর্ম জাতি সবাই ,
আমরা সবাই মানুষ জাতি অন্য কোন আর জাতি নাই ।
এই দেশেরই ফসল খেয়ে আমরা সবাই প্রাণ বাঁচাই ,
একই মায়ের সন্তান মোরা একই রক্ত বয় শিরায় ।
মাতৃ ভাষায় কই কথা মোরা মাতৃ ভাষায় গান গাই ,
এক মায়ের স্নেহ ভালোবাসায় মোরা বেড়ে উঠি সবাই ।
তবু কেন হানাহানি দেষ হিংসা করি আমরা সবাই ,
এক দেশেতেই জন্ম মোদের সবাই আমরা ভাই ভাই ।
একই দেশের ফলে ফুলে খাদ্য জলে সবাই প্রাণ বাঁচাই ,
একই মাটিমা যে মোদের এই কথাটা মোরা ভুলবো নাই ।
মনটা আমার হারিয়ে গেছে মনের মাঝে নাই ,
চোখ থাকতেও কানা আমরা চোখে দেখতে নাপাই ।
বিবেক হারা মানবিকতা হারা থাকি একা একাই ,
পাপ করে মনোস্তাপে সদা মনটা পুড়ে হলো ছাই ।
এসো আজ সবাই আমরা হাতে হাতে হাত মিলাই ,
সমস্বরে বলি এসো এক মায়েরই সন্তান মোরা ভাই ভাই ।
******************
দুপুর - ২ : ৫০ মিনিট ।
২৪ / ১২ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।