ভুলো ভোলার ভুলো মন
              কোথায় কি করে কখন ,
ফুল শুনতে কুল শোনে
              ডাকলে বলে যাব এখন ।
এক্ষুনি খেয়ে ভুলে যায়
             আবার ভুলে খাবার খায়  ।

আনতে বললে পান
           আনে এক ধামা ধান  ,
আনতে বললে কচু মান
           ভুলে গিয়ে তামাক খান ।

তারে খেতে ডাকলে ভাত
               ভুল গিয়ে কাটে পাত ,
ভুলে বসে চাটে হাত
               বিড়ালে এসে খায় পাত ।


ভোলা বাবু ভুলে যায়
           ক্ষিদে পেলে খেতে ,
পেটে মারে ডন ছুঁচো
          পায় ক্ষিদে যখন রাতে ।

খেতে পান জল ঢালে  
              জল খেতে যায় ভুলে ,
মেরে আপন চড় গালে
              কষে নিজের কান মুলে ।

বাজার  যেতে হবে বললে
                বাজারে তৎক্ষনাৎ যায় চলে ,
কি করতে বাজারে গেলে
                 তা না জিজ্ঞাসা করেনা ভুলে !
গল্প করে এখান সেখান
                 ভুলে পুকুরে করে স্নান ।

কি নাম জিজ্ঞাসিলে
           নাম কি তার যায় ভুলে ,
বাগানে জল দিতে গেলে
              ভুলে ফুল পরে তুলে  ।

        **************
বিকাল - ৩ : ৪৩ মিনিট !
১২ / ১২ / ২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !