জেনে বুঝেই ভুলের সাথে হাঁটছি সারাক্ষণ ,
ভুল করে ভুলের মাশুল বইতে হবে সারাজীবন

ভুল জেনেও ভুল করে যাই পতঙ্গের মতন ,
আগুন দেখে উড়ে পুড়ে মরে পতঙ্গ যেমন

ভুল করেও ভুলের তখন সংশোধন হবেনা ,
সময় থাকতে নিজেকে যদি সংযত কর না ।

আবেগের বশে জেনে বুঝে ভুল মস্ত বড় ভুল ,
সময় থাকতে সমঝে চলো নইলে কেঁদে হবে আকুল ।

তখন আর সেই সময় দিন ক্ষণ ফিরেতো আসে না ,
তাই জেনে বুঝেও জীনটাকে ভুলের স্রোতে ভাসিওনা ।

মনের অজান্তে ভুল করলে যদিওবা সংশোধন হয় ,
ইচ্ছাকৃত করলে ভুল ভুলের মাশুল দিতেই যে হয়  ।

অর্থের অহংকারে দর্পভরে জীবনে ভুল কোরনারে,
সেই ভুলের মাশুল শুধতে মৃত্যু অবধি পারবেনারে ।

অর্থের অহংকারে ভুল অনেকে করে বারে বারে ,
শেষের জীবনে শেষে সে দগ্ধে দগ্ধে নিত্য মরে ।

অদূরদর্শিতার ফল মানুষ দগ্ধন হয় ভুলেরি কারণ ,
বেঁচেও জীবনমৃত হয়ে থাকে সে ভুলেই তার মরণ ।

****************
দুপুর -১২:৩৮ মিনিট !         ০৬/০৪/২৪শুক্রবার ।
কোলকাতা ।