রনক্ষেত্র সাজো সাজো রব চলছে মহড়া ,
চলছে তৎপরতা কত আসে দর্শক প্রহরা ।
কত নিত্য নূতন নূতন আয়োজন নিতি নিতি,
নির্বুদ্ধি দর্শকগন নাই তাদের বুঝার মত বুদ্ধি ।
নবীন নিত্য পদ্ধতি তাদের হয়না অবগতি ,
সবকিছু হয়না অবগতি কি হবে সদ্গোতি ।
ভাবে ভোট দিবে রাজা হবে এই ভাবগতি ,
পায়ের উপর পা দিয়ে পাবে চাকরি সম্পত্তি ।
ভোটাররা ভোট দিবে হবে এক দিনেরই রাজা ,
ভোটপর্বে ভূরিভোজ পেট ভর্তি খাবে খাজা গজা ।
ভোটপর্ব হলে শেষ ভবিষ্যতের কে রাজা কারা প্রজা ।
পরে দেখলে বলবে রোসো এইতো ভোট শেষ সোজা ।
ভোট পাবার লাগি দোরে দোরে ঘুরি হয়ে সর্বত্যাগি ,
নিজে না খেয়ে খাওয়াই হয়েছি বিবাগি যেন যোগী ।
আমার সাথে থাকো কর কাজ ভোটে তবে হবে ভাগী ,
আগে জিতি ভোটে তারপর দেখবে ভোটের ভেলকি ।
সহজ সরল বোঝায় তারা ভাবে যেন বোধহয় গাধা ,
যা বোঝায় তাই বোঝে দেখায় গাধার মত বুদ্ধি জড়তা ।
তাদের নেই কোন বোধ বুদ্ধি নাই কোন কিছু মর্য্যাদা ,
দেখে শুনে বুঝে তারা বোকা বনে তারা ঠিক যেন গাধা ।
*******************
দুপুর - ১২ : ২০ মিনিট ।
০৯ / ০১ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।