অভিনয়ে সিদ্ধহস্ত ভোট যেমন না হয় নষ্ট ,
এটাই তো ভোট জিতে নেবে অভিনব ব্রহ্মাস্ত্র ।
আইন যখন দেবে সঙ্গ দ্বন্দ্ব তখন লুকাবে অঙ্গ ,
নেতা তখন সাধু সঙ্গ অভিনয়ে জেতার অনুসঙ্গ ।
করে বিচার বিবেচন ভোট দাও সবে করে যতন ,
দেখায় ভারী বিচক্ষন নেতা সাজে দয়ালু মনন ।
ভোটে জেতে গেলে নেতা মশাই তখন হয় রাবণ ,
ভাবেন নেতা জিতেছি ভোটে কার চিন্তা করি এখন ।
যদিও সৎ চারিত্রিক কুশল নয় তেমন সুবিধা ,
তবুও মোসাহেবির জোরে ভোটে হল বড় নেতা ।
শিকেতে হাঁড়া তোলা খাদ্য নেই দয়ার দান সেটা ,
ঘন্টায় ঘন্টায় হাজির সামনে কফি বিরিয়ানি কোপ্তা ।
বঙ্গে রঙে ভোট লোক দেখানো বাঁধে জোট ,
দ্রব্যমূল্য মাথায় চোট সাধারণ মানুষ ছটপট !
ভোট কেবল বাহানা এরা শুধু সবাই শেয়ানা,
শেয়ানে শেয়ানে বাঁধে জোট এতো পরিক্ল্পনা !
*****************
বিকাল - ৪ : ২৮ মিনিট !
১৪ / ১২ / ২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !