হোমড়া চোমড়া দেখতে নাই লেখা পড়ার যোগ্যতা ,
ক অক্ষর গোমাংস গালভরা লম্বা লম্বা শুধু কথা ।
তাদের লাগেনা ডিগ্রিধারী সার্টিফিকেট মান্যতা ,
শুধু হাত উঁচিয়ে মঞ্চে দিতে পারলে বড় বড় বক্তৃতা ।
যদিও সৎ ও চারিত্রিক কুশল সঠিক নয় সুবিধা ,
তবুও সে ভোটে দাঁড়িয়ে হয়েছে সবার সেরা কর্তা।
শিকেতে তোলা হাঁড়ি ঘরে শূন্য নাই কপর্দকতা ,
ঘন্টায় ঘন্টায় সামনে হাজির কালিয়া কাবাব কোপ্তা ।
দাঁড়িয়ে দেখে তার খাদ্যাখাদ্য অপদার্থ জনতা ,
কেবল ক্রোধানলে জ্বলে যেমন তেলে ভেজাসলতা ।
যত পাই তত চাই মনে মনে আরো বেশী বেশী চাই ,
মনে ভাবে পৃথিবীতে যা যা আছে সব কিছু যদি পাই ।
স্বার্থসুখ লাগি ভন্ডামি স্বার্থমগ্ন বিশ্বব্রহ্মান্ড চরাচর ,
কোনদিনও ভাবেনা দেশলাগি অপাঙতেয় পামর ।
আমার আমার করে নিজের আক্ষের লাগি মহাশয়,
মরন সমরে দাঁড়িয়ে তবু ও তার মরনে নাই ভয় ।
******************
বিকাল - ৪ : ২৮ মিনিট !
১৪ / ১২ / ২৩ বৃহস্পতিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !