ভোট দাও ভোট দাও ভোট ভোট ভোট চাই ,
ভোট দিয়েরে ভাই বাঁচতে চাই বাঁচাতে চাই ।
ভোট দাও বাঁচবে শান্তিতে থাকবে নিরাপদে ,
অপরকে বাঁচাতে পারবে স্বচ্ছন্দে নিজে বাঁচতে ।

ভোট দিবে স্বাধীনে স্বচ্ছন্দে থাকবে ,
নেতার কথা মতাবেক চলবে বলবে ।
নইলে সব কিছুই ভবিষ্যতে হারাবে ,
যাআছে তোমার তাও তুমি খোয়াবে ।

ভোটের নেতা ভগবান জপ সদা তার নাম ,
"বান্দা হাজির সদা "এই শুধু কর কাজ কাম ।
নেতা ত্রাতা নেতা কর্তা সেই পিতা মাতা ভ্রাতা ,
যার হুকুমে চলে দেশ সেই ভাগ্য বিধাতা ।

দেশের নেতা যারা তারাই দেশের ভগবান ,
যা পাবে সেটাই ভাল তুমি অতি ভাগ্যবান ।
ভগবান মাপলে পরে বাঁচবে সবার প্রাণ ,
স্বইচ্ছা প্রকাশে অকল্যান যাবে গর্দ্দান ।

যদি পড় কূনজরে তার ক্ষনে ক্ষনে হবে দোষ ,
হাঁটতে চলতে বললে কথা দোষের নাই শেষ ।
পেছনে লাগবে ফেউ সুযোগ সুবিধা না পাবে ,
জীবন দুর্বিসহ হবে হীনতায় পেষন হতে হবে ।

         *****************
বিকাল - ৪ : ২৮ মিনিট ।
১৪ /১২ / ২৩ বৃহস্পতিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।