মন যদি থাকে প্রভু তব ভক্তি রসে ডুবে ,
পিঁপড়ে যেমন রস খেলে নড়তে পারেনা তবে !
সেই রসে ডুবে সে হাবু ডুবু খায় সারাক্ষন ,
সেই গোবিন্দ ভক্তি রসে ডুব দেরে মন !
শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার নন্দের নন্দন ,
যশোমতী মাতা যার সেই মদনমোহন !
রাধারানী বামে যার সেইতো বিপদ ভঞ্জন ,
দেবকী গর্ভ জাত সে যে বসুদেব নন্দন !
শয়নে স্বপনে হেরি রাধা শ্রী কৃষ্ণের বামে ,
তুমি দেবী নাকি মানবী বিনোদিনী নামে !
ভ্রূযুগলে কারুকার্যময় মুখমন্ডলে চন্দ্রোদয় ,
দুইটি নয়নে যেন গঙ্গা যমুনা বয়!
রাধাকৃষ্ণ যুগল পদে থাকে যদি মতি ,
অপার সংসার চক্র পার করহে শ্রীপতি !
নিরাশার আশা তুমি অগতির গতি ,
তোমায় ছাড়া আর নাই মম শকতী !
মম দেহ মন প্রাণ সঁপে দিনু তব পায় ,
অন্তিমকালে ঠাঁই দিও প্রভু তব চরণ তলায় !
কি বাঁধনে বেঁধেছ প্রভু এ মোহিনী মায়ায় ,
নশ্বর জীবনেও রেখেছো প্রভু তব ছত্রছায়ায় !
*********
সন্ধ্যা - ৫:২৪ মিনিট !
০৬ / ০৭ / ২৪ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !