লাবন্যময়ী ধরিত্রী কত রূপ তোর রূপের ছটায় ,
কত রূপে কত বর্ণে কত ভাবে হেরি মা তোমায় ।
কোথাও বনভূমি সবুজ বৃক্ষপত্রে হিল্লোলে দোলায় ,
কত ফুল ফল পত্র পর্ণ বর্ণে শোভা পায় ।
ক্ষনে ক্ষনে প্রতি ক্ষনে গ্রাম শহর নগর বদলায় ,
কল কারখানা শহর গড়ে উঠে জলাশয় উবে যায় ।
বাস ট্রাম যানবাহন ঘর ঘর আওয়াজ কারখানায় ,
রাত্রি দিনে কলাহল বিকট শব্দ সদাই রাস্তায় ।
গ্রামগঞ্জে নদীতে পুকুরে ছিলো রুই কাতলার চাষ ,
লাভ পাবার আশে ভেড়িতে ভেড়িতে চাষ মাছ ।
শালুক পদ্মপাতায় ভরা দীঘি জল করে টলমল ,
পদ্ম পাতার উপরে ঘ্যাঙড় ঘ্যাঙড় ডাকে ভেকদল ।
সেথায় মরালের পিছে পিছে মরালি কাটে সাঁতার ,
পানকৌটি ডুব দিয়ে ঠোঁটএ করে মৎস শিকার ।
গ্রামের মেয়েরা কোঁচড় ভরে শামুক কুড়ায় জলেরধার ,
বিকাল বেলায় বৌঝিয়েরা জল ভরতে যায় পুকুরধার ।
পুকুরে স্নান করে জল ছিটিয়ে সাঁতার কাটে ছেলের দল ,
গ্রাম্যবধূ স্নান করে ঘরে ফিরে পিঠে এলোচুল ।
রাখালেরা স্নান করে জল ছিটায় নদীর ঘাটে ,
পথচারী নদীতে স্নানকরে
পান করে জল আঁজলাতে !
**********
রাত্রি - ১১ : ১০ মিনিট।
২৯ / ১১ / ২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।