কংক্রিটের ছাউনিতে ঢেকে আছে সারা আকাশ ,
অরণ্যানী ধ্বংসের মুখে কল কারখানা যানবাহনের ধোঁয়ায় আচ্ছাদিত বাতাস !
প্রকৃতি দূষণ মুক্ত হওয়ার নেই কোন অবকাশ ,
রোগ জীবাণুর ভাইরাস ভরেছে জীবের নিশ্বাস !

চাল ডাল তেল মশলা মাছ দুধ ফল ,
সব খাবার জিনিসে ভেজাল নিকেলিংক করা নকল !
রোগ অসুখের ছড়াছড়ি সারা দেশময় ,
ভেজাল মিশ্রিত ঔষধ কোয়াক ডাক্তারের হয় জয় !

ডাক্তারে ঔষধে ব্যয় বহুল বিভ্রান্তি দুর্ভোগ ,
শুধুই দুর্ভোগ কোনকিছুতেই সরেনা রোগ !
ভ্রান্ত হয়ে ছুটে বেড়ায় সবে হয়ে দিশে হারা ,
কথায় গেলে কিকরে পাবে পথের কিনারা !

চাওয়া আর পাওয়া নিয়ে চলে জগৎ সংসার ,
তবুও জীবনে কতকিছুই বাকি থেকে যায় পাওয়ার !
পূরণ হয়না কখনো চাওয়া ও পাওয়ার আকাঙ্খা আশা ,
তিল তিল করেও পুরন হয়না চাওয়া পাওয়ার পিপাসা !
    ************
বিকাল - ৪ :৩৫ মিনিট !
১৩ / ০৬ / ২৪ বৃহস্পতিবার !
কোলকাতা !