আমলা নামক জীব দেশের কর্মকর্তা হয় ,
দেশের চিন্তা অষ্টরম্ভা আয়াসে দিন কাটায় !
কে আর করে দেশের ভাবনা ভোগবিলাসে নিদ্রা যায় ,
হতদরিদ্র সাধারণ লোক অনাহারে অর্ধাহারে কষ্ট পায় !
দেশের চিন্তা করার কথা তাদের চিন্তার সময় কোথায় ?
আনন্দে ভোগ বিলাসে ব্যস্ত সদাই দিন কাটায় !
হতদরিদ্রদের খিদার অনলে পেটজ্বলে কোথায় অন্ন পায় ,
তারা কি ভাবে তাদের কথা তাদের কাটে বিলাসিতায় !
মানুষ নামক জীব তারা অতি অতিশয় ভয়ানক ,
কখনো গলার মালা তারা কখনো কষে ছক !
কখনো মুখে মধুর হাসি কখনো বিকৃত রাশি ,
কখনো পরমবন্ধু সেজে হেসে হেসে বন্ধু বেশি !
কখনো আকাশে মানিক হয়ে নীলাকাশে জ্বলে ,
কখনো গ্রহের মতো তারা পিছু পিছু চলে !
কখনো বা মুখে মিষ্টি হেসে হেসে কথা বলে ,
আবার বা বিনাশ লাগি কৌশলে সদাই চলে !
তাতে তুমি ভাববে সদাই এর মতো বন্ধু নাই ,
সেত সদা কৌশলেতে তোমার সর্বস্বান্ত চায় !
এইরূপ ছদ্মবেশি বন্ধুদের চেনা বিষম দায় ,
যারা বন্ধুবেশে হেসে হেসে বুকেতে ছুরি বসায় !
**********
রাত্রি - ৯:৫৫ মিনিট !
০৩ /০৭ /২৪ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !