ভাব আছে আছে ভাষা নাই ,
ভাষা হীনা  হয়ে তাই
তাইতো ভাবের খেই হারাই ,
মাত্রা লয় ছন্দ না পাই ।

ভাবের কত তরঙ্গ বয় ,
ভাষা  যদি  নাহি রয় ।
কি করে  কবিতা হয় ,
ভাষা খুঁজে  নাহি পাই

ভাব হেথা ভাষা হারা ,
হই  আমি  দিশে হারা ।
কেমনে রচি কবিতা ছড়া   ,
মনে ভাষা না দেয় সাড়া ।

মন আমার ভাবে অন্ধ ,
ভাষা হীনা রয়েছি বন্ধ ।
ভাষা ছাড়া  হয়না ছন্দ ,
ভাষা খুঁজে লাগে  দ্বন্দ্ব ।

ভাব ভাষা একসাথে ,
কবিতা রচনা হয় তাতে ।
মন যত থাকে দ্বন্দ্বে ,
মাত্রা মিল থাকে ছন্দে ।

**************
সন্ধ্যা - ৬ : ৫৫ মিনিট !
৩০ / ০৯ / ২৩ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !