সবাই যদি মন্দ বলে
            গালি গালাজ করে ,
মুখ লুকিয়ে থাকিসনে তুই
        প্রতিবাদের আওয়াজ তোলরে ।

সৎ পথেতে থাকিস সদাই
           মিথ্যেকে তুই দিসনেরে ঠাঁই ,
সত্যি কথা বলিস সদাই
            ভয় রবেনা জীবনে ভাই ।

বিশ্বাসে বিষ হানিসরে
            অবিশ্বাসীকে দিসনেরে ঠাঁই ,
আগন্তুককে না দিয়ে প্রসয়
              বুজরুকি বুঝিয়ে কর বিদায় ।

মিথ্যাবাদীর নেই পরকাল
          হেথায় হোথায় ঘুরে বেড়ায় ,
মিথ্যা কথায় ভাঁওতা দিয়ে
                লোভ লালসার স্বাদ মিটায় ।

মনের মধ্যে সদাই প্যাঁচ
                 করে শুধু হাত সাফাই ,
যোগ্যতাহীন লম্পটেরা
               অপমানের বোঝা বয় সদাই ।

           *************
বিকাল - ৪ : ৪৭ মিনিট ।
১৩ /০৩ /২৪ বুধবার ।
কোলকাতা ।