নিন্দুকের সর্বদাই নিন্দা করা কর্ম ,
বিশ্বনিন্দুক যারা নিন্দা করাই পরম ধর্ম ।
সাদা কালো সর্বদাই তার কাছে সমমূল্য ,
মানীজন গুনীজন তার কাছে সমতুল্য ।

অহি আর নকূলের কদাচ না হয় সখ্যতা ,
যুগে যুগে তাদের চোখাচোখী হলেই শত্রুতা ।
চোরে চোরে এমন বন্ধুত্ব যেন পরস্পরের ভাই ,
তাদের মতো এতো আপনজন আর কেউ নাই ।

শয়তানদের মাথায় কখনো না আসে সুবুদ্ধি ,
অন্যের হয় ক্ষয় ক্ষতি সদাই নিজ স্বার্থে আসক্তি ।
ঠকবাজ জোচ্চোর  যারা অপরকে ঠকাতে সিদ্ধহস্ত ,
উই আর ইঁদুর যেমন গৃহস্থের দ্রব্য কাটায় ব্যস্ত ।

ভন্ডামি শয়তানি বুদ্ধিতে শঠেরা অহরহ অভ্যস্ত ,
লুটপাট জ্বালিয়াতি দেড়চালাকিতে সদা সিদ্ধহস্ত ।
তিলক ফোঁটা ছাপ ছোপ নিলেই হয়না সাধু সন্ত ,
পকেটমার নষ্টামি আর ভন্ডামিতে তারা শ্রেষ্ঠ !

ধর্মের নামে যায় গড়াগড়ি জানে নাই কর্মের কদর ,
কেটে তিলকফোঁটা দিয়ে নামাবলি গায়ে ধর্মের চাদর ।
মুখে জপে রাম নাম মনে মনে কখন করবে পরস্ব হরণ ,
ভন্ড পাষন্ড তোলাবাজী অর্থ আর স্বার্থে তারা সদাই মগন  !
              ************
দুপুর - ১ : ১১ মিনিট !
০২ / ০৬ / ২৩ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !