নূতন বছর তুমি আস কোথা থেকে ,
এসো এসো এসো তুমি রেখো সবে সুখে ।
আনন্দে উচ্ছ্বাসে মোরা করি নববর্ষ বরণ ,
তোমার আগমণে ধুয়ে মুছে যাক সব পূরাতন ।

থেকো ভালো থেকো সুখে ,
যেথায় যে যখানে আছ আনন্দে হাসি মুখে ।
যত দুঃখ দুরভাবনা মুছে ফেল মন থেকে ,
আত্মীয় সব অনাত্মীয়দের আলিঙ্গন কর বুকে ।

পরিচিত অপরিচিত যে যেখানে থাক ,
হাতের উপরে সবে হাতখানি রেখো ।
যা আশা করিনি তাও জমা হয়ে আছে ,
ভেবে দেখো বাহিরে ঘরে যাহা জমা আছে ।

সহসা শেষ হয়ে গেলে জনগনের কলরব ,
ডেকে নিও যাদের যে নামে ডাকলে সব  ।
আদরে সোহাগে স্নেহে ভক্তিতে ভালোবাসায় ,
ভরে দিও মন আনন্দে নববর্ষের নব আশায়

নূতনের আগমণে যা কিছু শেখা যায় মনে ,
বিচ্ছেদ বিরহ মাখা প্রনয়ের মধুর অভিনন্দনে ।
নূতন স্বপন চোখে পরে আসুক নূতন বছর ,
সুখের পথ চলা হোক সুরু কাটুক সম্বৎসর ।

      *****************
বিকাল -  ৪ : ৫৩ মিনিট ।
২৯ /১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।