পৃথিবীর  কেউ আজ নেই তো ভাল  ,
'কেমন আছো' জিজ্ঞাসাবাদ মুখ করে কাল।
'ভাল আছি' বলে শুধুই ঘাড় নাড়ে তখন ,
মুখে শুকনা হাসি হেসে কেউ জিঙ্গাসে  যখন ।

কেউ আজ ভাল নেই ভাল নেই
তার মন ,
মনের ভেতর দ্বন্দ্ব কেবল চলে অকারণ  ।
মন খুলে হাসেনা কেউ হাসেনা এখন ,
নেই স্বস্তি নেই শান্তি চিন্তামগ্ন সারাক্ষণ  ।

নেই কোন মনের দাম করেনা মানুষের মূল্যায়ন  ,
সর্বদাই সংসার চাহিদার চিন্তায় রয়েছে মগন ।
কিভাবে চলবে সংসার কীভাবে হবে অভাব পূরণ  ,
অর্থ চাই কর্ম চাই রোজগারের চিন্তা থাকে প্রতিক্ষণ  ।

সংসার চাহিদা মিটে কীভাবে এই ভাবনা সর্বক্ষণ  ,
শান্তিতে স্বস্তিতে আজ নেই মুহুর্তকাল মনুষ্যগন ।
পথে দেখাহলে জিজ্ঞাস করে বন্ধুরা কেমন আছো যখন ,
জোর করে শুকনা হাসি টেনে  বলে 'ভাল দেখছো যেমন' ।

প্রতি মুহুর্তে স্বার্থ চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে মনুষ্য মন ,
কোনকিছু ভাল নেই মানুষের স্বার্থপর জীবন !