ভালোবাসা নিজে কাঁদে অপরে কাঁদায় ,
ভালোবাসা নিজে হাসে অপরে হাসায় ।
অপরের যন্ত্রনায় ভালোবাসা নিজে ব্যাথা পায় ,
অপরের কষ্ট দেখে ভালোবাসা নিজে কষ্ট পায় ।

ভালোবাসার এমনি রীতি পানের সঙ্গে চুনের পিরিতি ,
কম খেলে লাগে ঝাল বেশি খেলে পুড়ে গাল তার নীতি ।
পতির নিন্দা শুনে যজ্ঞ স্থলে দেহত্যাগ করেন উমাসতী ,
শিবহীনযজ্ঞ স্থলে পিতামুখে নিন্দা শুনে ভাঙড়ভোলা পতি ।

ভালোবেসে সারা জীবন যদি তুমি ভুল করেই গেলে ,
অর্ধেক জীবন পার করে দিলে তুমি ঘুমিয়েই কাটালে ।
আসবে কি আর সংশোধন করার সময় বেলা শেষে ,
তখন ভাববে তুমি যদি আরো হাতে সময় পেতাম বেশ ।

বাসার মতো বাসলে ভালো আকাশ হতেও বৃষ্টি ঝরে ,
তারারাও আকাশে সূর্য হয়ে দিগন্তে আলোর ছটায় ভরে ।
মহিরুহকে গুলম লতারা আষ্টে প্রিষ্টে জড়িয়ে যেমন ধরে  ,
মরুভূমিতে জল পিপাসায় তৃষ্ণার্ত পথিক মরীচিকায় মরে ।

তোমারই ভালোবাসায় পাগল হয়ে করেছি পথ চলা শুরু ,
সেই আনন্দেই ভরে বুক মোর যেন সদাই করে দুরু দুরু ।

                   **************
দুপুর - ১২ : ০৩ মিনিট ।
১১ / ১১ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।