ভদ্রের মুখোশ পরে করে খোষামোদ ,
না জানে সভ্যতা ভদ্রতা সৌজন্যতা বেয়াদব ।
যেন বিনয়ের অবতার না জানে আচার ব্যবহার ,
কেউই পারেনা দেখতে নাই মান সম্মান তার ।

মতগর্বী দাম্ভিক অহংকারী পরিচয় যার ,
নিজেকে সে জ্ঞানী গুনী ভাবে বিনয়াবতার ।
এইযুগে  নাই সভ্যতা ভদ্রতা গুনীজনের মান ,
অশালীন ঔদ্ধত্য যারা তারাই পায় মান সম্মান ।

সবস্থানেই দেখি অর্থ যশ প্রতিপত্তির সমাদর ,
ভদ্র বিনয়ী সদ্ব্যবহারের হেথা নেই কোন আদর ।
জ্ঞানী গুনী মানী যারা তালের নেই  সমাদর ,
বদ চোর ছেঁচড় গুন্ডা ভয় করে তাদের কদর ।

আইন কানুন বুঝি অর্থ সামর্থের কাছে বাঁধা ,
কেউ যদি তোলপাড় না করে তবে নেইকো বাধা ।
বাঁধনের বন্ধনে সত্যযুগে নীলমণি হয়েছিল বাঁধা ,
রাইবিনোদিনী রাধার নামে বাঁশী ছিলো শুধু সাধা ।

আইনের রক্ষক যারা তারাই আজ ভক্ষকের দলে ,
তাই জেনে বুঝে অসামাজিক যারা ভেড়ে সেই স্থলে ।

              ****************
দুপুর - ১ : ১০ মিনিট ।
০২ /০৫ /২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।