সৃষ্টির মূলাধার ধ্বংসের কর বিচার ,
তুমি  আদি তুমিই অন্ত এই বিশ্বসংসার !

সৃষ্টির আদিমূলে তুমিই ছিলে প্রভু ,
সৃষ্টিকে কর রক্ষা ধ্বংসকেও রক্ষীও বিভু !

তুমি আদি তুমি অন্ত তুমি মহাকাল ,
তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমিই কালাকাল !

তুমি নিত্য তুমি অনিত্য তুমি শক্তি ব্যাপ্তি সত্যি ,
তুমি সূর্য চন্দ্র গ্রহ তারকা তুমিই গো জগদ্ধাত্রী !

তুমি প্রলয় তুমি ঝঞ্ঝা তুমি ঝটিকা অশান্ত ,
তুমি শিব তুমি শিবানী সৃষ্টির মূল অনন্ত !

তুমি ভৈরব তুমি ভীমা আসিব নাশিনী উমা ,
তুমি শক্তি শান্তি তুমি ভক্তি মুক্তি প্রীতি স্বান্তনা !

তুমি বাদী  তুমি বিবাদী তুমি সীকৃতি তুমি প্রকৃতি ,
তুমি জ্ঞান তুমি মান তুমি বুদ্ধি পরম উজ্জ্বল জ্যোতি!

তুমি দয়াল তুমি ভয়াল তুমি ভব ভয় ভঞ্জন  হরি ,
তুমি অরি তুমি বৈরী তুমি উল্লাস ভীষণা ক্ষেমঙ্করী !

তুমি দাও বেড়া জ্বাল তুমি চৌদিকে পাত মায়াজ্বাল
তুমি সৃষ্টি রক্ষা করে তুমি ঘুচাও মনের অবসাদ  বেহাল !
           *****************
রাত্রি - ৯: ৪৫ মিনিট !
২৩ / ০৮ /২৩ বুধবার !
ইঞ্চনাও = সুইজারল্যান্ড (ইউরোপ )