তপ্ত দহন জ্বালায় সবে ঝড় বৃষ্টি চায় ,
জীব জড় প্রাণী সব শুষ্ক দহন জ্বালায় ।
প্রকৃতির মাটি ফেটে চৌচির হয়ে যায় ,
পশু পক্ষী কুল তৃষ্ণায় বুক ফাটে হায় ।

অসাধারণ প্রকৃতির দূষণের কারণ ,
মুখে মুখে দূষণের কতই বিবরণ ।
সম্মুখে ছড়ায় যত গরল উদ্গিরণ ,
এই উষ্ণায়নের তীব্র দহনের কারণ ।

আহামরি দূষণের কি মহিমার ধরণ ,
সর্বত্রই দূষণের গতি কিবা আকিঞ্চন ।
অস্বাভিক তাপে দহে গৃহমধ্যে জীবন ।
কোথা আছে তাপমুক্ত জানানাই এখন ।

প্রকৃতিতে এসেছে যেমন বিজ্ঞানের জয়যাত্রা,
তেমনেই  গ্রামবাংলায় এসেছে নগর বৈচিত্রতা ।
সবুজ সোনালী ফসল নাই আর হয়েছে অট্টালিকা ,
অরণ্য উচ্ছেদ করে তৈরী শিল্পকারখানা সড়ক রাস্তা ।

জলাশয় বন্ধ করে করে বৃক্ষাদি ছেদন ,
যানবাহনের গ্যাসে হয় পরিবেশ দূষণ ।
অবিরত যুধ্দ বোমা গোলা বারুদ বর্ষণ ,
এইসব কর্মকান্ড উষ্ণায়নের প্রকৃষ্ট কারন ।

চাষাবাদী জমিতে নাই জল ফসল শুষ্ক মরা ,
এটাই প্রকৃতির অভিশাপ দেখা দেয় খরা ।
তাই প্রাণীকুল জলাভাবে অস্বস্তিতে দহে ,
অস্বাভাবিক দহন দাহে এগোয় মৃত্যুর কবলে ।

         ******************
রাত্রি - ৯ :০৪ মিনিট ।
১৭ / ০৫ / ২৪ শুক্রবার ।
কোলকাতা ।