দুঃখ সুখের দোদুল দোলায় দুলছি অবিরত  ,
নির্ভয়  চিত্তে এগিয়ে চলো বাধবিঘ্ন আসুক যত  ।
বীরের দেশে বীরের বেশে মরবো বীরের মতো   ,
ছদ্মবেশে চাইনা মোরা বাঁচতে কাপুরুষ সব যত  ।

বিরহ প্রেমের বেদন শুধু প্রেমানলে  দহন করে ,
তবুও কাছে আসবে নাকি  থাকবে দূরে সরে   ।
যে আগুনে পুড়িয়ে মারে আমায় দিবস রাতি   ,
সেই আগুনে  তোমার হৃদয়খানি পুড়ায় নাকি    ।

সময় হায় চলে যায়  তার সময়ের সোজা পথে    ,
সমাজ বদলে যায় সময়ের আগমনের সাথে   ।
বদলে যায় সহবৎ  সহমৎ সময়ের ঘূর্ণি পথে  ,
চক্রবৎ পরিবর্ততে  সবাই সময়ের ঘূর্ণিবর্তে  ।

বিদ্যা বুদ্ধি নাই যার বৃথাই থাকে অহংকার  ,
অপরের কাটে ' তার 'এই তার জ্ঞানের বাহার ।
পড়া লেখা করে যাও তাহলে হবে তুমি জ্ঞানবান ,
দেশ দশের মঙ্গল লাগি বুদ্ধি শ্রম কর দান  ।

মনুষ্য জন্ম নয় শুধুই সুখ আনন্দ  উপভোগ  লাগি ,
কঠিন কর্তব্য আছে দেশ দশ স্বজনের উপর জাননাকি ।
মানব জন্ম নিয়ে তুমি কর দেশ ও দশের উপকার  ,
মানব সমাজের প্রয়োজনে তোমার কর্তব্য আছে অপার ।

                       ********************
সকাল - ১১ : ৫২ মিনিট  ।
২৬ /০২ / ২৫  বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।