প্রকৃতির ধ্বংস করছে যারা নব যুগের কংস ,
করছে যারা ধ্বংস পায় তারা কিছু কিছু অংশ ।
তারা সেজে পরমহংস কাজ করে অতি নৃশংস ,
তারা এই যুগেরই বানিজ্যিক ধারাবাহিক কংস ।
নিত নব নেতা আসে নূতন সুরে ধরে গান ,
সর্ব সমক্ষে ধরে পূরবী রাগে প্রভাতী তান ।
নেতা ব্যতিত বাস মাটির দেওয়াল খড়ো চাল ,
নেতা নির্বাচন অল্প সময়েই দালানবাড়ী মহল ।
নেতা ড্রাইভার কোনপথে চালায় গাড়ী বোঝা ভার ,
অবুঝ জনতার আভ্যন্তরীন অর্থ নাই ক্ষমতা বুঝার ।
যেদিকে চালায় গাড়ী বুঝিয়ে দেয় এটাই তার বাড়ী ,
জনগন তাতে মাথা নেড়ে বলে আর এখন কি করি ।
ঘাড় নাড়া ব্যাতীত উপায় কী আছে আর ,
নেতা যতদিন ততদিনই পথ মজা লুটবার ।
নেতাকে জনগন মানে তিনিই হর্তাকর্তা বিধাতা ,
ওই আসনে যতদিন থাকবে উপবিষ্ট নেতা ।
বাঘে স্পর্শ করুক অথবা পুলিশেই ছুঁক ,
নেতা মশাই ছুঁইলেই হবে ছাড়া মুলুক ।
পদ গেলেই নেতামহাশয় জনসাধারণ ,
জনগনের সাথেই তার নৈমিত্যিক জীবন ।
***************
রাত্রি - ১০ : ৩৯ মিনিট ।
১৪ / ০৫ / ২৪ মঙ্গলবার ।
কোলকাতা ।