আজ তুমি নাই বলেআঁধারে ঢেকেছে আলো ,
আজ তুমি নাই বলে কিছুই লাগেনা ভালো ।
আজ তুমি নাই বলে তরুন তপন গেছে অস্তাচলে ,
আজ তুমি নাই বলে বিহঙ্গেরা গাহেনা নব কল্লোলে ।
তুমি নাই বলে আজ নদী বহেনাকো সাগরের টানে ,
তুমি নাই বলে ময়ূরী নাচেনা মেঘলা আকাশ দিনে ।
তুমি নাই বলে বুকের ভীতর বোবা কান্না গুমরে মরে ,
তুমি নাই বলে শোকবিহ্বল বিহঙ্গেরা হা-হুতাশ করে ।
তুমি নাই বলে নীল আকাশ আজকে হয়েছে ধূসর ,
তুমি নাই বলে সবুজ বনানী আজকে হলো যে ঊসর ।
তুমি নাই বলে নদীতে ঊর্মি উঠেনাকো দুলে দুলে,
তুমি নাই বলে মলয় সমীর বহেনাতো হিল্লোলে ।
তুমি নাই বলে আজ ফুলবনে মৌমাছি গুন গুন গুঞ্জেনা ,
তুমি নাই বলে মাধবী লতায় কুঁড়ি ফুল আর ফুটেনা ।
তুমি নাই তাই ফুলে ফুলে আজ প্রজাপতি না উড়ে ,
তুমি নাই বলে আম্র শাখায় শাখায় মুকুল না ধরে ।
তুমি নাই তাই আকাশের চাঁদ আজ হলো মলিন ,
তুমি নাই বলে সবুজ বনানী হলো মরুভূমিতে লীন ।
তুমি নাই বলে জীবন নদীতে ঢেউ আর খেলেনা ,
তুমি নাই বলে ভোরের আকাশে পাখী আর উড়েনা ।
আজ তুমি নাই বলে সবকিছু যেন হয়ে যায় এলোমেলো ,
আজ তুমি নাই বলে নদী সাগরের কাছে সঙ্গমে না এলো ।
******************
সকাল - ১০ : ১৫ মিনিট ।
০১ / ১২ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।