তোরাই আমার সূর্য্য চন্দ্র
তোরাই আমার জীবন ,
তোদের মুখ আমার মনে
ভাসছে সারাক্ষণ ।
তোরা আমার চোখের তারা
আমার নয়ন মণি ,
তোরা ছাড়া আমি যেরে
মণি হারা ফণি ।
সাগর সেঁচে মুক্তো তোরা
সাত রাজারি ধন ,
তোদের জন্য জীবন আমার
তোরাই পরম রতন ।
তোদের নিয়ে কল্পনা মোর
আমার বুকের ঘরে ,
তোদের ছেড়ে বেঁচে আমি
কেমনে আছি জীবন ধরে ।
তোরাই আমার রাজা উজির
তোরাই আমার মনে মন্দির ,
তোদের জন্য হব ফকির
বেঁধেছি বুক মনের ভীতর ।
তোরা আমার স্বপ্ন ওরে
তোরাই বাঁচার পথ ,
তোদের জন্যে স্বপ্ন দেখি
তোরাই ভবিষ্যৎ ।
❤❤❤❤❤❤❤
রাত্রি - ১০ : ০৯ মিনিট
০৭ /০৫ / ২৪ মঙ্গলবার
কোলকাতা ।