নববর্ষের নব আনন্দে নব এই শুভদিনে ,
এসো হে অতিত এসো হে পতিত সাদর সম্ভাসণে ।
নব সূর্যের আলোর ঝর্ণা ঝরে আনন্দময় ,
জাগে আনন্দে বৃক্ষে বৃক্ষে সবুজ পত্রচয় ।
ধুয়ে যাক যত জ্বরা ব্যাধি শোক মিথ্যার ভ্রুকুটি ,
মুছে যাক গ্লানি ধুয়ে যাক যত দুঃখের ধুর্য্যুটি ।
নূতন সূর্য্য হাসিছে দহন দাহনে আপনি প্রকাশে ,
পত্রে পর্ণে বৃক্ষে আভাষে অরুণ বরণ দেব দেবাশীষে ।
নবীন তপন আলো দাও যত কলঙ্ক আঁধার মুছাও ,
যত সব মলিনতা দারিদ্রতা দৈন্যতা অজ্ঞতা ঘুচাও ।
এসো মিলি আজ মিলন মেলায় মিলনের গান গাই ,
মিলুক হৃদয় ভুলে বৈরিতা হৃদয়ে হৃদয় সবে মিলাই ।
হৃদয় গগনে পূর্ণ চন্দ্র ছড়াক স্নিগ্ধমলিন মধুর আলো ,
বছর ধরিয়া বহে যাক এই ভালোবাসার নদীগুলো ।
শিশু সূর্য্যের নবপত্র আজ নবআনন্দে হয়েছে যে মাতোয়ারা ,
জ্বলুক আলোর বন্যার মত ধুয়ে মুছে যাক যত দুঃখের পশরা ।
নব আনন্দে নব নব ফুল জাগুক নববর্ষের প্রথম দিনে ,
এসো আজ সবে দ্বেষ হিংসা ভুলে মিলি এই শুভক্ষণে ।
********************
বিকাল - ৪ : ২৮ মিনিট ।
১৪ / ০৪ /২৪ রবিবার ।
কোলকাতা ।