সুখের সময় আসে যখন বন্ধু অনেক হয় ,
অসময়ে তোমার পাশে আপনরাও না রয় ।

যখন তুমি দিবে থুবে সুনামে পঞ্চমুখ হবে ,
তোমার অসময়ে তোমায় চিনেও না চিনবে ।

অর্থ থাকলে তোমার অনক বন্ধু বান্ধব আসে ,
অসময় আসলে তোমার কেউ থাকবেনা পাশে ।

তোমার সাথে দেখা হলে মুখ ফিরিয়ে নেবে ,
এড়িয়ে তোমায় চলে যাবে চিনতে না পারবে ।

দোর বন্ধ করে আত্মীয়রাও তোমার অসময়এলে ,
দেখেও না দেখে তোমায় অন্য রাস্তায় যায় চলে  ।

আপন লোক আসবে ঘরে বলে সুসময়ে তে ,
সব চাইতে তুমি আপন বলবে যত্ন আদরেতে ।

স্বার্থের দুনিয়ায় যার অর্থ আছে কিসে আছে ভয় ।,
হত দরিদ্র  নিঃস্ব যারা তাদের কেউ আপন নয় ।

ধন দৌলত অর্থ সোনাই আপন হয় মানুষ কেন নয় ?
মানুষের মূল্য অতি নগন্য ধন দৌলত টাকা দামী হয় ।

আজ যে রাজা কাল ভীক্ষারি কর্ম দোষেই হয় ,
তাই তোমার কর্মের ফলাফল ইহ জনমেই ভোগ হয় ।
      
              *****************
রাত্রি - ৯ : ৩০ মিনিট ।
০৭ /০৪/২৪ রবিবার ।
কোলকাতা ।