কাল বোশেখী আসে চৈত্র মাসের শেষে ,
টুপ টুপ বৃষ্টি আনন্দে কৃষ্টি কাজে বন্যায়
নদী ভাসে ।
আষাঢ়ে নদী নালা ভরে উঠে নব যৌবন
উচ্ছ্বাসে ,
জগন্নাথের রথযাত্রা রথে চড়ে মাসির বাড়ি
আসে ।

শ্রাবনে শ্রাবনধারা খাল বিল নদী নালা ভাসে ,
ভাদ্রে তাল পিঠে ঘরে ঘরে সুগন্ধ চারিপাশে ।
আশ্বিনে আনন্দময়ীর আগমণ বার্তা আকাশে
বাতসে ,
কার্তিকে কালীপুজা মা জগ্ধাত্রীর পূজা দেশে দেশে ।

অগ্রহায়ণে নূতন ধান্য ঘরে এলে হয় নবান্ন ,
পৌষমাসে পিঠে পুলি করে আর রাঁধে পরমান্ন ।
মাঘেতে বিদ্যারদবী মা সরস্বতীর পূজার আয়োজন ,
ফাগুনেতে দোলযাত্রা বসন্তে ফাগুয়া রঙে রাঙে মন ।

বরোমাসে তেরো পার্বন আমাদের গ্রাম বাংলায় ,
আরো কতযে পুজাপার্বণ আছে তা'বাকি থেকে যায় ।
বৈশাখেতে নববর্ষের হালখাতা প্রতি দোকানে হয় ,
নূতন পোষাক নূতন বস্ত্র করে পরিধান আনন্দে তন্ময়

জৈষ্ঠেতে ষষ্টীপূজে জননী জায়া ভগিনী সবে মিলে ,
সন্তানের পরমায়ূ বৃদ্ধি সুস্থশরীর সার্বিক কল্পে মঙ্গলে ।
এই রূপ কত ছোট বড় পূজা উৎসব করে দেশে সকলে ,
জননী জায়া ভগিনী সন্তান সন্ততি স্বামীর মঙ্গলার্থে বলে ।

               ***************
রাত্রি - ৮ : ৫৭ মিনিট ।
১২ /০৪ /২৪ শুক্রবার ।
কোলকাতা ।