সময় চলিয়া যায় ধরিয়া কে রাখিবে হায় ,
জীবন প্রবাহ বয়ে শেষ প্রান্তে ধেয়ে যায় ।
কালের কঠিন শাসন মেনে নিতে সবারে হয় ,
ঠেকানোর নাই উপায় অমোঘ নিয়ম এটাই ।
ভ্রুনরূপে শিশু যখন জন্ম নেয় মাতৃ জঠরে ,
তিলে তিলে সেই ভ্রুন বাড়ে মাতৃ উদরে ।
ন'মাস দশদিন পর পূর্ণ শিশু জন্ম নেয় ধরাপরে ,
সব কষ্ট ভুলে জননী তারে কোলে তুলে নিলে ।
শৈশব জীবন কাটে মাতৃ ক্রোড়ে হেসে খেলে ,
কৈশোর কাটে পাঠ অধ্যয়ন বন্ধুরা সব মিলে ।
যৌবনে সংসার ধর্ম দায়িত্ব কর্তব্য সদা পালনে ,
প্রৌঢ়ত্বে মাতা পিতার প্রতি সেবা কর্তব্য জ্ঞানে ।
বার্ধক্য ধর্ম কর্ম সদা কাশী বৃন্দাবন তীর্থ ভ্রমণ ,
কাটে ঠাকুর দেবতা চিন্তা দায়িত্ব মুক্ত জীবন ।
সৎপথ সৎকর্ম সৎচিন্তা সৎসঙ্গ জীবন যাপন ,
বার্ধক্যের শেষ প্রান্ত যেন এক অদ্ভুত জীবন ।
শৈশব কৈশোর যৌবন কাটে আনন্দে হুল্লোড়ে ,
প্রৌঢ়ত্বের বিদায় হয় বার্ধক্যের প্রবেশ দ্বারে ।
শেষ সময়াগত ধীরপায়ে আসে বুঝিতে নাপারে ,
খেয়া ঘাটে বাঁধা তরী ডাকে আয় কেযাবি ওপারে ।
***************
দুপুর - ১ : ৩৬ মিনিট ।
১৭ / ০৯ / ২৪ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।