অষ্টপাশে মায়ামোহ অক্টোপাশে বাঁধা পড়েছে ,
সংসার চিন্তার তাড়না বিষময় দেহে পশেছে ।
ক্ষিদায় কাতর নড়তে অক্ষম শবাসন ধরেছে ,
ছুঁচায় পেটে মারে ডন মাথা ঘুরে বনবন আঁধার হেরিছে ।

অর্থ সামর্থ নাই সুস্থ নাই জোটেনা কোন কাজ কর্ম ,
স্বস্তি নাই শান্তি নাই না ভেবেই নিয়েছে সংসার ধর্ম ।
রাজনৈতিক প্রেক্ষাপটে মাতব্বররাই থাকে সর্ব ঘটে ,
নেয় সব লুটেপুটে মন্দ নয় ভালো বুদ্ধিই আছে ঘটে ।

ওরা ছিল বটে চিল শকুন দৃষ্টি ওদের  সুনিপুন ,
ক্ষত্রেকালে  বুদ্ধি মাথায়  খেলে ওদের চতুরগুন  ।
জনগণকে বেচেকেনে  উল্টোপাল্টা বুঝায় নেতাগন ,
যাদের নুন আনতে পান্তা ফুরায় নাই অর্থের অবলম্বন ।

অন্ন চিন্তা চমৎকার অন্য চিন্তা মাথায় আসেনা আর ,
টাকা  ধ্যান টাকা জ্ঞান টাকার চিন্তাই হয় চমৎকার ।
টাকা বিনে মানুষ অক্ষম অচেতন মনি হারা ফনি যেমন ,
টাকায় দুনিয়া বশ তাই টাকা ছাড়া কেউ চেনেনা তখন  ।

মনের ক্ষিদা অর্থের ক্ষিদা খাদ্যের ক্ষিদা ক্ষিদা মিটেনা  ,
জীবনের ক্ষিদা সংসারের ক্ষিদা শুধুই ক্ষিদার তাড়না ।
      *********
রাত্রি - ৯ : ০২ মিনিট !
০৭ /১১ /২৪ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !