তোর ঐ রাঙা চরণ তলে শিশু রবি শশী দোলে ,
তাইতো জবা লাল হলো তোর রাঙা চরণ পাবে বলে ।
তোরে হেরে আঁখি না ফেরে তুই জলে স্থলে আকাশনীলে ,
মুদলে নয়ন 'তারা' নিরখী 'তারা' তরী পাব বলে ।

'তারা 'তরী ত্বরা মা ত্বরায় মাগো অধম সন্তানে তোর ,
আমি মায়া মোহে ডুবে আছি কাটিয়ে দে'মা ঘুমের  ঘোর ।
ত্বরায় মা ত্বরা তারাণী  ছিঁড়ে দেমা ভবের  মোহ ডোর ,
অন্তিম কালে পার করিস মা চরণ তরী দিয়ে তোর ।

মাগো তারা ভবদ্বারা এই  কেমন বিচার তোর ?
আমি অতি মূঢ়মতি না ভজি তোর চরণ জীবন ভোর ।
আমি অধম বলে করবিনে কৃপা কাটিয়ে দে মায়া ডোর,
তুই যেগো মা কৃপাময়ী কৃপা কর অবোধ সন্তানে  তোর ।

তুই যেগো মা মাতার মাতা বিশ্বপিতা তোর পদতলে ,
তোর ঐ রাঙা চরণ পাবে বলে শিব মা শব সাজিলে ।
হয়ে উলঙ্গ উন্মাদিনী বিবসনা রূপ মা কেন ধরিলে ,
সন্তানেরি মনের কালি নিয়ে সেই কালি গায় মাখিলে ।

হয়ে উন্মাদিনী তারা  দিগ্বিদিক জ্ঞান হারা হলি ,
শব বেশে শিবের গলায় পা দিয়ে জীভ কাটিলি ।
দীনের চিতায় বেড়াস নেচে লজ্জা শরম সব  হারালি ,
নেমে দেখ মা ক্ষ্যাপা বেটি শিবের বুকে তুই  যে পা দিলি।

         *********************
সকাল -  ৯ : ৩০  মিনিট ।
২৭ / ১১ / ২৩  সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।