মানুষ ভুলে গেছে প্রানখুলে সরল হাসি হাসতে ,
সহজ সরল ভাবে কথা বলতে !যন্ত্রের মতো চলছে জীবন পথে,
রুজি রোজগার পেটের দায়ে যন্ত্রের মতো সকাল হতে সন্ধ্যে ব্যস্ত !ভুলে গেছে প্রানখুলে মনের কথা বলতে !
ভুলে গেছে আনন্দ উৎসব ভালোবাসতে ! নাই নিশ্বাস ফেলার সময় ! নাই কথা বলার সময় ! ভুলে গেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিজন !
নাই কথা বলার সময় ! দেখা হলে হাই হেলো এইটুকুই !
একই হেঁটে যেতে হয় শেষ অবধি ,পাশে কেউই নাই !
আত্মীয়রা এখন চেনেনা কাজ নিয়েই ব্যস্ত ! চেনার সময় কোথায় ! এমন কি মা-বাবা ছেলে মেয়েরো খোঁজ খবর নেবার সময় নাই !নিজের খবর নিজেরই রাখার সময় নেই !
যন্ত্রের মতো চলেছে সকালে উঠে নিজে তৈরী হয়ে রোজগারের যোগাড় !মানুষ যেন যন্ত্রচালিত যন্ত্রমানবের মত চলেছে !সকালে শুরু রাত্রিবেলায় শেষ !আবার কখনো রাত্রি দিন সমানে চলেছে !
মনেহয় মানুষ বর্তমান যন্ত্র মানব !
ভালোবাসা হাসিমুখ হয়েছে দানব ! সকাল হতে শুরু নাই আনন্দ উৎসব !
দিনযায় সন্ধ্যা হয় নাই গল্প গুজব !
       ********
দুপুর - ৩: ৫০ মিনিট !
০৩/০৭/২৪ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !