হালফ্যাসেনের হায়রে ভাই
             হালফ্যাসানের ডাক ,
মাকে বলে মাম্মি রে ভাই
            বাবাকে বলে ড্যাড।  

ভাইকে  বলে ব্রাদার
          আর  বোনকে বলে সিস্টার ,
লোক দেখানো কত রঙের
        চলে রোজ কত কারবার  ।

গার্ল ফ্রেন্ডকে মাই ডিয়ার বলে
              পরে হলো সঙ্গিনী,
দুনিয়ায় কতই দেখবো
          রঙ বেরঙের দিনগুনি।

ঠাকুমাকে ঠাম্মি বলে
             দিদাকে বলে দিম্মা,
কত খেলা চলছে হেথায়
             নাই তার পরিসীমা।

দুনিয়াটা বড়ই  রঙীন
      চোখে  দিয়ে রঙীন চশমা,
তাই আসল জিনিস মুছে দিয়ে
            লাগায় নূতন তকমা।

          ************
সন্ধ্যা - ৭: ৩০ মিনিট  ।
২৪ / ০৭ / ২৪ বুধবার  ।
কোলকাতা  ।