জঙ্গল মহলের মেয়ে আমি
টগর মণি নাম -
বনে বাদাড়ে কাঠ কুড়াই
করি কাজ কাম ।
চাষের দিনে তলা টানি
জমিতে ধান লাগাই -
বনেতে শাল পাতা তুলি
আর মহুল কুড়াই ।
পাতা সেলাই করি আমি
রৌদ্রেতে শুকাই -
একশ'গুনে বিড়া বেঁধে
সেই গুলি গুছাই ।
মহাজন গ্রামে এসে
খালিপাতা কিনে নেই ।
তাই বিচে পয়সা পেলে
সংসারে খরচ চালাই ।
মরদ আমার কাজ করতে
যায় দূর দূর দেশে ,
কাজ কাম বন্ধ হলে
মাঝে মধ্যে গাঁয়ে ঘরে আসে ।
জঙ্গল মহলের মানুষ আমরা
থাকি জঙ্গল ঘেঁষে ,
শিয়াল হুড়াল ভাল্লুক চিতাও
ঘুরে ধারে পাশে ।
শামুক কুড়াই মাছ ধরি
পুকুরে বিলে নদী নালায় -
শামুক বেচি মাছ বেচি
হাটে বাজারে গাঁয় ।
হাতে পয়সা বেশী হলে
ভালোমন্দ সন্তানেরা খায় ,
বই বগলে সকাল বেলা
পাঠশালায় পড়তে যায় ।
বাচ্চারা পাঠশালায় না গেলে
মাষ্টার বলে বাচ্চারা আসেনি আজ?
মাষ্টারকে বলি আজ যাবেনা
ঘরে আছে বেদম কাজ ।
মাষ্টার বলে ভালো কাজ পাবে ছেলে
যদি অনেক লেখাপড়া শিখে আজ-
এখন কাজে না পাঠিয়ে
লেখা পড়া শিখতে পাঠাও স্কুলের মাঝ ।
**************************
দূপুর - ২ :১০ মিনিট ।
১৩ /০৯ /২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।