শুনে বাংলা ভাষা জাগে অভিলাষা ,
এই ভাষা ক্লান্তিনাশা মনে জাগে শত আশা ।
মনের ভাষা দেশের ভাষা এইতো বাংলা ভাষা ,
বাংলা ভাষা মাতৃ দুগ্ধ মিটায় জীবন তৃষা ।
বাংলা ভাষা মোদের সোনার খনি ,
এই ভাষায় আছে রত্ন মানিক মনি ।
বাংলা ভাষা শুনে জুড়ায় প্রাণ মন ,
এই ভাষায় মিশে আছে শান্তি ও জীবন ।
এই ভাষায় আছে পিতৃ পিতামহের বাণী ,
বাংলা ভাষায় লেখা আছে মহাপুরুষের জীবনী ।
এই ভাষাতেই শুনতে পাই মায়ের স্নেহের কাহানি ,
ভাষা মোদের রবি কবি কবি নজরুলের স্বপ্নের রানী ।
বাংলা ভাষায় জুড়ে আছে প্রাণ হৃদয় মন ,
এই ভাষাতেই বাউল গানে জুড়ায় যে জীবন ।
বাংলা ভাষা সূর্যের আলো সম দেয় যে কিরণ ,
চন্দ্রালোক যেন জুড়ায় স্নিগ্ধ সম সমীরন ।
সেরার সেরা ভাষার সেরা বাংলা ভাষা সবার সরণ ,
বাংলা ভাষা গরব আমাদের হৃদয় মন করেছে হরণ ।
এই ভাষাতেই নদের গোরা আনলো দেশের প্রেমের ধরা ,
এই ভাষাতেই মন জুড়ালো প্রাণ জুড়ালো করে হৃদয় হরা ।
************************
রাত্রি - ৯ : ২৪ মিনিট ।
২৫/০২/২৫ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।