ভান্ডের করে ভন্ডামি
যত পারে করে নষ্টামী,
দুষ্টের যত ধিষ্টামী
আনে যত নোংরামী ।
গনতন্ত্র রূপ নিল
স্বার্থতন্ত্রের রূপে ,
কুবের বিরাজ করে
অর্থের স্বভাবের ।
কোটিপতি লাখপতি বসে
সেথা আনন্দের বৈভবে ,
আইনের বন্ধনে বাঁধা
শুধু বাহ্যিক সগৌরবে।
সাধারনের আই ওয়াস
করে সাধারন ভাবে ,
জনগন দেখে ভাবে
বুঝি এটাই ঠিক হবে।
যেখানেই আছে অর্থ
সেথাই অনর্থের মূল ,
নীরবতায় শান্তি আনে
মনে হয় সুস্থ সকল ।
এসেছে বিকৃত সভ্যতা
হারায় ভদ্রতার কুল,
মানবতাই জীবনের শ্রেষ্ঠ
মানব ধর্মের মূল ।
***********
রাত্রি - ৮ : ৫৫ মিনিট ।
১১ / ০৯ /২৪ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।