কোথায় ছিলাম কোথায় এলাম
যাব আবার কোথায় ?
এসব কথা ভাবলে পরে
ঘোরায় যেন মাথা ।
কি ভাবে এলাম কোথায় ছিলাম
কেমনে ধরার আলো দেখলাম,
এসব কথা মাথায় এলে
ব্যথায় তখন মাথা ।
কী সব কথা ভাবছি আমি
কি ভাবছি যা তা ,
কিভাবে মানুষ জন্ম হলো
মনে জাগে সর্বদা ।
মানুষ জন্ম দিলে ভগবান
আমি এখন করবো কি ?
জীবের সেবাই শিবের সেবা
এটাই মনে বুঝেছি ।
জননী জন্মভূমি স্বর্গ হ'তে বড়
পিতা যে স্বর্গ আমার ,
জননী জন্মভূমি যে গো
স্বর্গ হ'তে বড় সবার !
পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতাই পরম দেবতা ,
জননী জন্মভূমি আমার
কোনোই তুলনা হয়না তা' !
*************
সন্ধ্যা - ৫ : ২৭ মিনিট ।
২২ / ০৯ / ২৩ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।