চেনা  চেনা চোখ দুটি কি যে বলতে চায়  ,
কোথায় দেখেছি মনে কেন  পড়েনা হায় ।
চিনি  চিনি  মনে করি চিনিতে না পারি  ,
চেনা চেনা মুখখানি তার চিনতে কেন নারি ।

ছোট ছোট পায়ে তুমি হাঁটতে টলমল ,
কপালে কুমকুম টিপ চোখেতে কাজল ।
চোখের চাউনি মিষ্টি যেন করে জ্বলজ্বল ,
হয়েছো বড় অতীত স্মৃতি তাই হলো ভুল  ।

ছোট্ট বেলায় গল্প তোমায় বলেছি কত ,
রাজারানীর গল্প শুনে অবাক হতে তত ।

পাটরানী দুয়োরানী সুয়োরানী সাতমহলা ঘর ,
কতই না দাস দাসী ছিল তাদের কতই অনুচর ।
খাসমহল ভীতরমহল অন্দরমহল নেই তা জানা ,
মন্ত্রী উজির পাইক পিয়াদা কত লোকের আনাগোনা  ।

যখন যেটা ইচ্ছে করে হুকুম করলেই হাজির হয় ,
আতরজলে স্নান সেরে রানীরা পালঙ্কেতে ঘুম যায় ।
সপ্তম ব্যঞ্জন পায়েস পোলাও তারা আয়াস করে খায় ,
বাটাভরা পান সুপারী খাওয়ার পরে গালেভরে চিবোয় ।

রাজা রানীর গল্প বলা এখন আমার  হলো শেষ ,
শেষ হলো আমার গল্প বলার ঘুমিয়ে পড়  বেশ  ।

             **************
রাত্রি - ৯ : ৪১ মিনিট  ।
২৮ / ১০ / ২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।