অনেক বছর আগে একটা ছিল ছোট বেলা  ,
বড়দের প্রণাম জানান ছিল বিজয়ার পালা  ।
অনেকে ছিল আত্মীয় স্বজন পরিবার পরিজন  ,
সবাইকে প্রণাম করে করতাম মিষ্টি নাড়ু ভোজন ।

নুয়ে নুয়ে কতবার যে প্রণাম করতাম অগনন  ,
ভাল থেকো সুখী হও এই ছিল আশীর্বাদ তখন ।
হঠাত যদি ভুল হোত বড়দের  প্রণাম করতে কখনো,
কথার প্যাঁচে বলে দিতো কর্তব্য শিখিয়ে তখনও।

ফ্রেম বন্দী কেউ বা তারা কেউ বা গৃহবন্দী  ,
কারুর শরীর অচল আজ কেউ বা পুণ্য ব্যাধি ।
চোখের মণি আবছা কারুর ছুঁতে না পারে মাথা  ,
হারিয়েগেছে মুখের ভাষা জড়িয়ে গেছে কথা  ।

বয়েস যত বাড়ছে তাদের হচ্ছে মতিভ্রম ,
আর কি তাদের পড়বে মনে হয়েছে বিস্মরন  ।
বছর বছর আসবে পূজা আসবে পূজার দিন  ,
পারবো কি তাদের করতে প্রণাম ছুঁতে পদচিন ।

ঢাকের বোলে বিদায়ের সুর উদাস করে মন  ,
কৈলাসেতে যাবেন উমা  আছ বিজয়ার ক্ষণ  ।

            **************
বেলা = ১১ : ০১ মিনিট  ।
১৩ / ১০ / ২৪ রবিবার  ।
কোলকাতা  ।

আমার সমস্ত কবি ভাই বোন ও বন্ধুদের শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই !